রবিবার ২২ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৩ মে ২০২৪ ১৭ : ০৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: নিজে প্রার্থী, একই সঙ্গে নির্বাচনী প্রচারক। প্রার্থীদের হয়ে রাজ্যের নানা প্রান্তে প্রচার করছেন "তারকা" প্রার্থী-প্রচারক দেব। শুক্রবার মালদার রতুয়ায় প্রচার ছিল তাঁর। সেখান থেকেই যাওয়ার কথা ছিল মুর্শিদাবাদে। তার মাঝপথে ঘটে যায় বিপত্তি। মালদা থেকে তাঁর কপ্টার ওড়ার মিনিট ১০ এর মধ্যেই এই বিপত্তি ঘটে বলে জানা গিয়েছে। আচমকা কালো ধোয়াঁ দেখা যায় দেবের কপ্টারে। পরিস্থিতি বিচারে মালদায় জরুরি অবতরণ করে তাঁর কপ্টার। সূত্রের খবর, যান্ত্রিক ত্রুটির জেরেই জরুরি অবতরণ করা হয়েছে। তবে সঠিক কারণ জানা যায়নি এখনও। খতিয়ে দেখা হচ্ছে হেলিকপ্টারটিকে। যদিও দেব সুরক্ষিত রয়েছেন। জরুরি অবতরণের পর তিনি জানান, তাঁর সভা রয়েছে মুর্শিদাবাদে। কিছুটা দেরি হলেও, তিনি সেখানে পৌঁছবেন। গাড়িতে করে, সড়ক পথে রওনা দেন তিনি।